ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে এনওয়াই ড্রিমস প্রোডাকশনের যাত্রা শুরু“

প্রকাশিত: ০৭:০০, ১৯ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশে এনওয়াই ড্রিমস প্রোডাকশনের যাত্রা শুরু“

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মিডিয়ায় পথ চলা শুরু করেছে আমেরিকায় প্রতিষ্ঠিত মিডিয়া কোম্পানি এনওয়াই ড্রিমস প্রোডাকশন। প্রতিষ্ঠানটি এখন থেকে বাংলাদেশে নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র নির্মাণ করবে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কর্মকান্ড নিয়ে বিস্তারিত জানান প্রোডাকশন হাউজের কর্ণধার ফাহিম ফিরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নারগিস আক্তার। সাংবাদিক মনিরুল ইসলাম ও দেওয়ান হাবিব। প্রোডাকশন হাউজটি প্রসঙ্গে এর কর্ণধার ফাহিম ফিরোজ বলেন, আমরা দীর্ঘ দিন থেকে আমেরিকায় মিউজিক ভিডিও, টিভিসি, ডকুমেন্টারিসহ বিভিন্ন প্রডাকশন নির্মাণ করছি। আমরা এখন থেকে বাংলাদেশেও এসব নির্মাণ করতে চাই। প্রথমে আমরা একটি টেলিফিল্ম তৈরি করবো। তারপর একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবো। এরপর ধাপে ধাপে আরও প্রোডাকশন করবো। নির্মাতা নারগিস আক্তার বলেন, এই প্রোডাকশনকে সহযোগিতা করার জন্যই আমি পাশে দাঁড়িয়েছি। তারা দেশের বাহিরে এতদিন কাজ করেছে এখন আমাদের দেশে কাজ করবে এটা আমাদের জন্য ভালো। আমাদের দেশের জন্য ভাল। ফাহিমের একটা কথা আমার কাছে খুব ভাল লেগেছে যে সে নতুন প্রজন্মের ছেলে-মেয়ে নিয়ে কাজ করতে চায়। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভাল। আমি তার প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করবো। এ ছাড়া ধারাবাহিকভাবে অন্য পরিচালকরাও কাজ করবে বলে জানান তিনি।
×