ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাওন চৌধুরীর গজলের এ্যালবাম

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৭

শাওন চৌধুরীর গজলের এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের বরেণ্য ৫ গজল শিল্পীর ১০টি জনপ্রিয় গজল নিয়ে সাউন্ডটেক থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে শাওন চৌধুরীর গজলের এ্যালবাম ‘গজলস শাওন চৌধুরী লাইভ।’ এ্যালবামে শাওন চৌধুরী যে সব খ্যাতনামা গজল শিল্পীর গজল ও গীত পরিবেশন করেছেন তারা হলেন গজল সম্রাট মেহেদী হাসান, গোলাম আলী, লতা মুঙ্গেশকর, জগজিৎ সিং এবং পঙ্কজ উদাস। উপমহাদেশের এই ৫ বরেণ্য গজল শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই শাওন চৌধুরী নির্বাচিত গজলগুলো গেয়েছেন। এ্যালবামের সব গজলই লাইভ রেকর্ডকৃত। এ্যালবাম ছাড়াও ইউটিউবে ইংরেজীতে শাওন চৌধুরী লাইভ ২০১৭ লিখে সার্চ দিলে এই গজলগুলো পাওয়া যাবে। এ প্রসঙ্গে শাওন চৌধুরী বলেন, এ্যালবামে আমি যাদের গজল পরিবেশন করার চেষ্টা করেছি তারা সকলেই আমার পরম শ্রদ্ধেয় শিল্পী। শৈশব থেকে তাদের গজল এবং গান শুনতে শুনতে বড় হয়েছি। সুতরাং আমার শিল্পী জীবনে তাদের প্রভাব অত্যন্ত গভীর। প্রসঙ্গ আধুনিক গানের শিল্পী শাওন চৌধুরীর প্রকাশিত একক এ্যালবামের সংখ্যা হলো ৯টি। নিয়মিত রেডিও-টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করেন তিনি। দেশের প্রায় সব চ্যানেল ছাড়াও ভারত ও যুক্তরাজ্যের টিভি চ্যানেলে তার গাওয়া অসংখ্য গান প্রচার হয়েছে।
×