ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে দশ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ ডিসেম্বর ২০১৭

চীনে দশ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

চীনের গুয়াংডং প্রদেশের একটি আদালত গত শনিবার এক সংক্ষিপ্ত বিচারে ১০ জনের মৃত্যুদ- প্রকাশ্যে কার্যকর করেছে। এই দশজনের অধিকাংশই মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল। হংকং থেকে একশ’ কিলোমিটার দূরে দক্ষিণ গুয়াংডং-এর লুফেং শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে সূত্রে বলা হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত সাত জন মাদকসংশ্লিষ্ট এবং বাকি তিনজন হত্যা ও ডাকাতি মামলায় অভিযুক্ত ছিল। লুফেং শহরের এক স্টেডিয়ামে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই মৃত্যুদ- কার্যকর করা হয়। এ ঘটনার চারদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের পক্ষ থেকে নাগরিকদের স্থানীয় স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মৃত্যুদ-ের আগে পুলিশের ট্রাকে চড়িয়ে সাইরেন বাজিয়ে অপরাধীদের স্টেডিয়ামে আনা হয়। প্রত্যেক অভিযুক্তের সঙ্গে গার্ড হিসেবে চারজন করে কালো চশমা পড়া পুলিশ অফিসার ছিলেন। এই বিচার কাজের ধারণকৃত এক ভিডিও চিত্রে দেখা যায়, একটি ছোট মঞ্চে অপরাধীদের একজনের পর একজন তুলে তাদের শাস্তির রায় পড়ে শোনানো হচ্ছে এবং এর পর পরই তাদের মৃত্যুদ- কার্যকর করা হচ্ছে। ভিডিওতে অনেক স্কুল ইউনিফর্ম পড়া শিক্ষার্থীদের উপস্থিতিও ধরা পড়ে। মৃত্যুদ-ের দৃশ্য দেখার জন্য সবাই মাঠের মাঝখানে এসে পড়লে পেছনের অনেকে তাদের চেয়ারের ওপর দাঁড়িয়ে এটি দেখার চেষ্টা করেন। কেউ কেউ আবার এই দৃশ্য ধারণ করার জন্য তাদের মোবাইল ক্যামেরা উঁচুতে তুলে ধরেছেন বলেও দৃশ্যমান হয়েছে। মৃত্যুদ- কার্যকরের সময় অনেককে ধূমপান ও গল্পগুজব করতেও দেখা গেছে। সারা বিশ্বে প্রতি বছর যত লোককে মৃত্যুদ- দেয়া হয়, এক চীনেই মৃত্যুদ- কার্যকরের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। কিন্তু তা রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নীতি হিসেবে সবসময় বহির্বিশ্বের কাছে আড়ালেই থেকে যায়। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই হুয়া ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থা তাদের এক প্রতিবেদনে বলেছে যে, গত বছর চীনে প্রায় দুই হাজার মানুষকে মৃত্যুদ- দেয়া হয়। তবে বর্তমানে চীনে প্রকাশ্যে বিচার ও তা কার্যকরের দৃশ্য খুব একটা দেখা যায় না। গুয়াংডং এর লুফেং এ তা পুনঃপ্রবর্তনের ফলে মাও সেতুং নেতৃত্বাধীন চীনের প্রথম দিককার কথা স্মরণ করিয়ে দেয়। বিপ্লবীদের কম্যুনিস্ট শাসনে পুঁজিপতি, জমিদার ও ভূস্বামীদের তখন এভাবেই প্রকাশ্যে বিচার কার্যকর করা হতো, পাঁচ মাস আগে এই লুফেং শহরেই মাদকসংক্রান্ত অপরাধে ৮ জনের মৃত্যু কার্যকর করা হয়। শহরটিকে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করার জন্য ২০১৪ সালে তিন হাজার পুলিশ এক অভিযান চালিয়ে তিন টন ক্রিস্টান মেথ (মাদক) বাজেয়াফত করে। এ সময় ১৮২ জন আটক হয়। এই এলাকায় চীনের এক তৃতীয়াংশ মাদক উৎপাদিত হয় বলে পুলিশ জানিয়েছে। -গার্ডিয়ান।
×