ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্যোতি বসুর পুত্র আলোচিত চন্দন বসু এখন

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ ডিসেম্বর ২০১৭

জ্যোতি বসুর পুত্র আলোচিত চন্দন বসু এখন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে চন্দন বসু বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন। বাবার মুখ্যমন্ত্রিত্বকালে ছেলে চন্দন প্রায়ই সংবাদ মাধ্যমের শিরোনাম হতেন। খবর আনন্দবাজার পত্রিকার। চন্দন বসুর সঙ্গে এখন সিপিএম নেতাদের কোন যোগাযোগ নেই। কলকাতার অভিজাত ক্লাবের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না। স্ত্রী রাখী বসুর সঙ্গে একটি সামাজিক উন্নয়নমুখী সংস্থা গড়ে তুলেছেন। বাবা জ্যোতি বসুর নামে এই সংস্থায় কাজ করেন তিনি। ‘জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন’ নামে সংস্থা গড়ে তুলেছেন চন্দন বসু। এই সংস্থা দরিদ্র শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। ফাউন্ডেশনের কাজ নিয়েই দু’জনে ব্যস্ত সময় পার করছেন। চন্দন বসু জানান, শিক্ষাক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের জন্য সেবামূলক কাজ করতে চাই। তবে তাদের ফাউন্ডেশনের জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কারও কাছ থেকে কোন সহায়তা চাই না। নিজেদের সঞ্চিত অর্থ দিয়েই কাজ করে যেতে চাই। ফাউন্ডেশনের কাজ নিয়ে রাখী বসুকে বেশি সক্রিয় দেখা গেছে। তিনি প্রায়ই দিল্লী যাচ্ছেন। সেখানে ফাউন্ডেশনের একটি শাখা অফিস চালু করার চেষ্টা করছেন। রাখী জানিয়েছেন, মূলত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়েই কাজ করছেন তারা। রাজনীতির সঙ্গে তাই কোন সম্পর্ক নেই। আর এই কাজে তাদের ছেলে ও জ্যোতি বসুর নাতি শুভজ্যোতি বসুও সাহায্য করছেন।
×