ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজায় হামাস অবস্থানে ইসরাইলের বিমান হামলা

তুরস্ক পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে

প্রকাশিত: ০৬:৪৬, ১৯ ডিসেম্বর ২০১৭

তুরস্ক পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে

পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার ইচ্ছা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। রবিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারামানে দলের সদস্যদের উদ্দেশে এক ভাষণে তিনি এ ইচ্ছার কথা জানিয়েছেন। এদিকে সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিন ভূখ- থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সোমবার ভোরে উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট ও এএফপির। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আাল্লাহ চাইলে আমরা অচিরেই আনুষ্ঠানিকভাবে সেখানে আমাদের দূতাবাস খুলব।’ জেরুজালেমে তুরস্কের কনস্যুলেট জেনারেলের প্রতিনিধিত্ব করতে এরই মধ্যে একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন এরদোগান। গত বুধবার তুরস্কে আয়োজিত মুসলিম দেশগুলোর জোট ওআইসি’র এক সম্মেলনে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানীর স্বীকৃতি দিতে বিশ্বকে আহ্বান জানানোর পর এরদোগান সেখানে দূতাবাস খোলার এ ঘোষণা দিলেন। যদিও কিভাবে তা করবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। পুরো জেরুজালেম এখন ইসরাইলের নিয়ন্ত্রণে এবং তারা একে নিজেদের অবিভক্ত রাজধানী বলে দাবি করে। ওদিকে, ফিলিস্তিনীরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নিয়ে পরে এটিকে নিজেদের ভূখ-ের অংশ করে নিলেও এটি তাদের বলে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরই প্রতিবাদে ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো এক পাল্টা ঘোষণায় পূর্ব জেরুজালেমকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতির ডাক দেয়। ইসরাইলে তুরস্কসহ বিশ্বের অন্যান্য দেশের দূতাবাসগুলো এখন তেলআবিবে অবস্থিত। ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর এখন তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রস্তুতি শুরুর ঘোষণা দিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার পাল্টা জবাবে আইএএফ’র (ইসরাইল বিমান বাহিনী) বিমান গাজা উপত্যকায় হামাসের এক প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়েছে।’ তবে এ হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। রবিবার রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র চালানো হয়, এর একটির আঘাতে সীমান্ত শহরের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, এবং অন্য ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয় বলে সেনাবাহিনী জানিয়েছে।
×