ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কল্পকাহিনী নিয়ে গবেষণা

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ ডিসেম্বর ২০১৭

কল্পকাহিনী নিয়ে গবেষণা

বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ফ্লাইং সসার বা এ ধরনের অদ্ভুত উড়ন্ত বস্তুর কথা বলা হয়; যাতে করে অন্য গ্রহের প্রাণীরা চলাচল করে। কিন্তু বাস্তবে তার অস্তিত্ব আছে কিনা তা নিয়ে সন্দিহান বিজ্ঞানীরা। এবার মার্কিন গণমাধ্যম বলছে যে, পেন্টাগন স্বীকার করেছে তারা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফওর মতো বিষয় তদন্তে কোটি কোটি ডলারের গোপন প্রকল্প চালিয়ে আসছে। -বিবিসি সৃষ্টিশীল পোস্টার রুশ বিপ্লবের সময় কয়েকটি সৃষ্টিশীল পোস্টার আলোড়ন তুলেছিল। যার মধ্যে একটির নাম স্বাধীনতার জন্য দান। ছবিটি আঁকেন বরিস কুস্তোদিয়েভ নামে একজন। এতে দেখা যাচ্ছে, রাইফেল হাতে এক সৈন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় লোকজনের কাছ থেকে টাকা তুলছেন। ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে এটি প্রথম বেরোয়। -বিবিসি
×