ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে রাত্রিকালীন রাউন্ড চালু করা হয়েছে ॥ ভিসি

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৭

বিএসএমএমইউতে রাত্রিকালীন রাউন্ড চালু করা হয়েছে ॥ ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করতে রাত্রিকালীন রাউন্ড চালু করা হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই রাউন্ড দেয়া হচ্ছে। এছাড়া সি ব্লকের নিচতলায় রাত্রিকালীন মনিটরিং অফিস চালু করা হয়েছে। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করতে ইউনিভার্সিটি ক্লাবও চালু করা হবে। সোমবার সি ব্লকের নিউরোসার্জারি বিভাগের ক্লাসরুমে বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান অধ্যাপক ডাঃ এম আফজাল হোসেনের অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, বাংলাদেশের নিউরোসার্জারি বিভাগের বিকাশ ও নিউরোসার্জন তৈরিতে অধ্যাপক ডাঃ এম আফজাল হোসেনের অসামান্য অবদান রয়েছে। -বিজ্ঞপ্তি
×