ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী মুদ্রাসহ শাহজালালে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ০৬:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৭

বিদেশী মুদ্রাসহ শাহজালালে ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশী মুদ্রাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রীর নাম মোঃ সালেকীন শেখ (৪২)। রবিবার গভীর রাতে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান সালেকীন শেখের কাছ থেকে ১ লাখ ৯৬ হাজার টাকা মূল্যমানের ইউরো, ৪২ হাজার মূল্যমানের ফ্রাঙ্ক, ২৪০ মূল্যমানের ইউএস ডলার, ২১ শত মূল্যমানের থাইবাথ, ১ লাখ ৫ হাজার মূল্যমানের ইয়েন, ১৩ শ’ মূল্যমানের ভারতীয় রুপী ও ৭,৫৩৫ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এসব মুদ্রা তার জুতার মোজার ভেতর, শরীরের বিভিন্ন অংশে ও হ্যান্ডব্যাগে বিশেষভাবে লুক্কায়িত ছিল। মোহাম্মদ সালেকীন শেখের (পাসপোর্ট নং জেড ৪৩০৪৪৫৪) বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি থানার কান্টাপুকুরে। তার বাবা শেখ মাহাম্মদ ইদ্রিস।
×