ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসসিসি এলাকায় তিন লাখ ৮২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৭

ডিএসসিসি এলাকায় তিন লাখ ৮২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ২৩ ডিসেম্বর ৩ লাখ ৮২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ২৮৬ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচী পালিত হবে। খবর বাসস। ডিএসসিসি মিলনায়তনে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেন উপলক্ষে সোমবার আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় এ কথা জানানো হয়। ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শেখ সালাহউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ এবিএম মুজহারুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ বিভাষ চন্দ্র মানী। সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আঞ্চলিক কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেনে (২য় রাউন্ড) ডিএসসিসি এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫১ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল (২,০০,০০০) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সরকারের সরবরাহ করা এসব ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, যা শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান ॥ জরিমানা স্টাফ রিপোর্টার ॥ মিরপুরে উচ্ছেদ অভিযানে ২৩ লাখ টাকা জরিমানা করেছে রাজউক। সোমবার মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ভবনের বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও কার-পার্কিং এর জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এই জরিমানা করা হয়।
×