ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরিদ্রদের মাঝে ঘর হস্তান্তর

প্রকাশিত: ০৬:১৩, ১৯ ডিসেম্বর ২০১৭

দরিদ্রদের মাঝে ঘর হস্তান্তর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের গৃহ উদ্বোধন ও হস্থান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাজনগর ইউনাইটেড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে ‘ইমপ্রুভিং হেল্থ থ্রু হাউজিং, ওয়াটার, স্যানিটেশন এ্যান্ড হাইজিন ইন্টারভেন্শন্স ইন ঢাকা এ্যান্ড গাজীপুর ডিস্ট্রিক্ট’ প্রকল্পের আওতায় এলাকার দরিদ্র মানুষের জন্য নির্মিত বাসগৃহের উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান করা হয়। হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন এ আর্মস্ট্রং-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। মাছের সঙ্গে শত্রুতা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ শাক্তায় একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামারি হাজী আনোয়ার হোসেনের। এ ঘটনায় তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আনোয়ার হোসেন জানান, রবিবার থেকে পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে। তার ধারণা পুকুরে কেউ বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পুকুরের পানি পরীক্ষা করে দেখা গেছে, পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক আছে। অন্য কোন কারণে মাছ মারা গেছে।
×