ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণিজ্যমেলায় জুয়া বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৬:১২, ১৯ ডিসেম্বর ২০১৭

বাণিজ্যমেলায় জুয়া বন্ধের দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ ডিসেম্বর ॥ জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত শহরের বরুণকান্দিতে শিল্প ও বাণিজ্য মেলায় ‘স্বপ্ন ছোঁয়া র‌্যাফেল ড্রর’ নামে বিশেষ জুয়া বন্ধের দাবিতে আওয়ামী লীগ পৌর কমিটি সোমবার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে স্বপ্নছোঁয়া র‌্যাফেল ড্রর নামে জেলার ১১ উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় টিকিট বিক্রি করা হচ্ছে। এতে গ্রামীন সহজ সরল মানুষ বিশেষ করে নারী ও শিশুদের এই অবৈধ জুয়ায় আকৃষ্ট করে তাদের সর্বশ্বান্ত করা হচ্ছে। গত বছর একই কায়দায় লটারীর নামে জুয়া চালিয়ে জেলার অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসানো হয়েছে। কামাই করা হয়েছে লক্ষ-কোটি টাকা। সেই লোকসান কাটতে না কাটতেই বন্যায় জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। এর মাঝে বর্তমান উন্নয়নের সরকার আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে কতিপয় সুবিধাভোগী বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বাণিজ্য মেলার নাম করে র‌্যাফেল ড্র লটারীর নামে সৌখিন জুয়ার জমকালো আসর বসিয়েছে। শুধু তাই নয়, এই সৌখিন জুয়া জেলা সদর, আদমদীঘি, বদলগাছী, মহাদেবপুর, মান্দাসহ বিভিন্ন এলাকার কেবল অপারেটরের মাধ্যমে সম্পূর্ন বেআইনীভাবে ডিস লাইনে সম্প্রচার করা হচ্ছে।
×