ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জমি অধিগ্রহণের জায়গায় অভিযান ॥ ২০ বাড়ি উচ্ছেদ

প্রকাশিত: ০৬:১১, ১৯ ডিসেম্বর ২০১৭

জমি অধিগ্রহণের জায়গায় অভিযান ॥  ২০ বাড়ি উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ ডিসেম্বর ॥ পদ্মা সেতুর নদী শাসনের বালু অপসারণের লক্ষ্যে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মৌজায় অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানে ২০ ঘরবাড়ি, খামার, গাছের বাগান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৩ দালালকে আটক করা হয়। জানা গেছে, সোমবার সকাল থেকে জেলা, শিবচর উপজেলা প্রশাসন ও পুলিশ পদ্মা সেতুর নদী শাসনের বালু অপসারণের লক্ষ্যে অধিগ্রহণের জন্য প্রস্তাবিত চরচান্দ্রা মৌজায় অভিযান চালায়। এ সময় দালাল চক্রের অনেক সদস্যই গা ঢাকা দেয়। অভিযানে এ পর্যন্ত ২০ অবৈধ ঘরবাড়ি, খামার, গাছের বাগান উচ্ছেদ করা হয়। একই সময় পার্শ^বর্তী শরীয়তপুর জেলার জাজিরার নাওডোবা এলাকার ৩ দালালকে আটক করে পুলিশ।
×