ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে তিন শতাধিক কারখানায় শীতবস্ত্র তৈরির ধুম

প্রকাশিত: ০৬:১১, ১৯ ডিসেম্বর ২০১৭

কেরানীগঞ্জে তিন শতাধিক কারখানায় শীতবস্ত্র তৈরির ধুম

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ শীতবস্ত্র সোয়েটার, জাম্পার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে তিন শতাধিক কারখানা। শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নে তৈরি সোয়েটার জাম্পারে ছেয়ে গেছে রাজধানীসহ সারা দেশের ছোট-বড় মার্কেট, সুপার মার্কেট, শপিংমল-ডিপার্টমেন্টাল স্টোরগুলো। এখানকার তিন শতাধিক কারখানায় দিনরাত কাজ চলছে। লিজা গার্মেন্টেসের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম বলেন, কোরবানি ঈদের পর থেকেই মফস্বলের পাইকাররা শীতবস্ত্র খরিদ করার জন্য ভিড় জমাচ্ছে। এ ব্যবসা চলবে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এখানে ৩ শতাধিক কারখানায় উৎপাদিত পণ্য বিক্রির জন্য গড়ে উঠেছে চার সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান। গড়ে উঠেছে বিশাল মার্কেট। ২৫ হাজারের বেশি শ্রমিক কাজ করছে এসব কারখানাগুলোতে। তিনি আরও বলেন, পাইকারদের চাহিদা পূরণে এখানকার উৎপাদিত পণ্য ছাড়াও চীন, ভারত ও থাইল্যান্ড থেকেও শীতবস্ত্র আমদানি করতে হয় । তার মতে, এ বছর শীতবস্ত্রে প্রতিযোগিতা চলছে কেরানীগঞ্জ ও চীন দেশের সঙ্গে। চীনের তৈরি বস্ত্র দামে কম, দেখতে সুন্দর এবং টেকসই। এ কারখানাগুলোতেও ঠিক বিদেশী সোয়েটার জাম্পার, জ্যাকেট, ব্লেজার ও মাফলার তৈরি হচ্ছে। তিনি বলেন, বর্তমানে তার প্রতিষ্ঠানে ২ শতাধিক শ্রমিক ৮ মাস আগ থেকে শীতবস্ত্র তৈরি করছে। তাছাড়াও চীন দেশ থেকে বিপুল পরিমাণ শীতবস্ত্র আমদানি করে দেশের চাহিদা মিটাচ্ছে। ইতোমধ্যে দেশী ও বিদেশী শীতবস্ত্র পাইকারি বিক্রয় শেষ হয়ে গেছে।
×