ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবি ছাত্র দিয়াজ হত্যা ॥ শিক্ষক কারাগারে

প্রকাশিত: ০৬:১০, ১৯ ডিসেম্বর ২০১৭

চবি ছাত্র দিয়াজ হত্যা ॥ শিক্ষক কারাগারে

চবি সংবাদদাতা ॥ ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ছয় সপ্তাহ জামিনের শেষ দিনে সোমবার আবারও জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালত। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী আবু মনসুর জানান, দুই পক্ষের শুনানি শেষে বিচারক মুন্সি মশিয়ার রহমান জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ নবেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকার নিজ বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই বছরের ২৪ নবেম্বর দিয়াজের মা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। এই মামলায় প্রথমবারের মত কাউকে কারাগারে পাঠালো আদালত। এদিকে এই আদেশের প্রতিবাদে ছাত্রলীগের কিছু নেতাকর্মীকেও আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে দেখা গেছে । চবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও এই মামলার অন্যতম আসামি আলমগীর টিপুর নেতৃত্বে আনোয়ার হোসেনকে বহনকারী প্রিজন ভ্যানকে ঘিরে স্লোগান দেয় তারা। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের চাবিও কেড়ে নেয়া হয়।
×