ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল থেকে ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৬:১০, ১৯ ডিসেম্বর ২০১৭

বরিশাল থেকে ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে বরিশাল থেকে সরাসরি ছয় রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোমবার সকাল থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে ওই ছয় রুটে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোন বাস চলতে দেয়া হচ্ছে না। কিন্তু বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন আট কিলোমিটার রাস্তা রয়েছে। তিনি আরও জানান, ওই আট কিলোমিটার সড়ক বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতি ব্যবহার করলেও ঝালকাঠি মালিক সমিতির কোন বাস চলতে দেয়া হয় না। তাই ন্যায্য হিস্যার দাবিতে আল্টিমেটাম অনুযায়ী সোমবার সকাল থেকে তারা মাঠে নেমেছেন। বর্তমানে ঝালকাঠির রায়াপুর নামকস্থান থেকে যাত্রীদের ঝালকাঠি শহর, পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, বাগেরহাট, খুলনা রুটে পৌঁছে দেয়া হচ্ছে। বরিশাল নগরী থেকে যাত্রীরা সেখানে বিভিন্ন মাধ্যমে আসছে। আন্দোলনের কারণে শুধু বরিশাল মালিক সমিতির গাড়ি ঝালকাঠিতে প্রবেশ করতেম দেয়া হচ্ছে না। এদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, ঝালকাঠি বাস মালিক সমিতি স্বেচ্ছাচারিতা করছে। বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি ঝালকাঠি ও ঝালকাঠি হয়ে আরও পাঁচ রুটে বাস চলাচল এখন বন্ধ রয়েছে। বরিশাল মালিক সমিতির কোন গাড়ি তারা ঝালকাঠি জেলার অংশে প্রবেশ করতে দিচ্ছে না, আবার ঝালকাঠি থেকেও কোন গাড়ি আসতে দিচ্ছে না। বিষয়টি বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে জানানো হয়েছে বলেও তিনি (শিপন) উল্লেখ করেন। ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু জানান, ঝালকাঠি-বরিশাল ও পটুয়াখালী-বরগুনা এবং পিরোজপুরের সঙ্গে সড়ক যোগাযোগে ঝালকাঠি জেলার আওতাধীন আট কিলোমিটার সড়ক রয়েছে। আর ঝালকাঠি-বরিশালের মধ্যে ঝালকাঠি জেলার আওতাধীন সড়ক ৯৫ ভাগ। কিন্তু ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির গাড়িগুলোকে ঝালকাঠি-বরিশাল ছাড়া অন্য কোন রুটে চলতে দেয়া হচ্ছে না। বিষয়টি সমন্বয় করার জন্য বারবার তাগিদ দিলেও বরিশাল-পটুয়াখালী মালিক সমিতি তা বাস্তবায়ন করেনি। ন্যায্য হিস্যা না দিয়ে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি জোর করে ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কের আট কিলোমিটারের ভেতর যাত্রীবাহী বাস চালাচ্ছে। ঝালকাঠি জেলা সমিতির দক্ষিণাঞ্চল রুটে ওই আট কিলোমিটার রাস্তার ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজিসহ প্রশাসনিক দফতরসমূহকে বিষয়টি সমাধানের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। চলতি বছরের ২০ মার্চ ও ১৯ জুলাই বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় ছয় জেলার বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসকগণ সমন্বয় পরিষদের সভার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত হয়। সর্বশেষ ৪ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাত করে ১৮ ডিসেম্বরের মধ্যে এ দাবি বাস্তবায়নে পুনরায় অনুরোধ জানানো হয়। এর মধ্যে কোন সমাধান না হওয়ায় ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা তাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য মাঠে নেমেছেন।
×