ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কারাগারে নেয়ার পথে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ০৬:০৮, ১৯ ডিসেম্বর ২০১৭

কারাগারে নেয়ার পথে কয়েদির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ ডিসেম্বর ॥ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এ্যাম্বুলেন্সে করে কক্সবাজার জেলা কারাগারে নেয়ার পথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রশিদ (৭৫)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক কেরুনতলী গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের চট্টগ্রাম ডায়াগনস্টিক ও মেডিক্যাল সেন্টারে কয়েদির এ মৃত্যু হয়েছে। আবদুর রশিদের বিরুদ্ধে ২০০০ সালের ৮ ডিসেম্বর মহেশখালী থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়। ওই মামলায় অভিযুক্ত হয়ে রশিদ ২০০২ সালে গ্রেফতার হন। গ্রেফতার থাকা অবস্থায় ২০০৩ সালের ২৩ আগস্ট বিচারক তাকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। এরপর থেকে দীর্ঘদিন কক্সবাজার জেলা কারাগারে বন্দী ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য পরিবারের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশসহ এ্যাম্বুলেন্সে করে কক্সবাজার কারাগারে নেয়ার পথে পটিয়ার শিকলবাহা এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়ার শিকলবাহা এলাকার চট্টগ্রাম ডায়াগনস্টিক ও মেডিক্যাল সেন্টারে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
×