ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে স্ত্রী হত্যার দায় স্বীকার করলেন স্বামী

প্রকাশিত: ০৬:০৬, ১৯ ডিসেম্বর ২০১৭

সৈয়দপুরে স্ত্রী হত্যার দায় স্বীকার করলেন স্বামী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে চাঞ্চল্যকর হত্যাকান্ডের শিকার ইসমত আরা তারার (৪৫) রহস্যজট খুলেছে। নিজের স্ত্রীকে নিজের হাতেই বঁটি দিয়ে জবাই করে হত্যা করে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক (৫০)। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে নিজ হাতে জবাই করে হত্যার স্বীকোরোক্তি দেয়। এ ঘটনায় ঘটনার দিন রবিবার রাতেই শফিকুল ইসলামকে প্রধান আসামি করে থানায় বাদী হয়ে মামলা দায়ের করে হত্যার শিকার ইসমত আরার বড় ভাই মইনুল হক চৌধুরী। এদিকে সোমবার শফিকুল ইসলাম শফিককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। স্বামীর পরকীয়ার সূত্র ধরে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এমন কলহে বিগত দেড় মাস আগে পরপর দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল ইসমত আরা। তাকে দুইবারই মুমূর্ষু অবস্থায় সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে সুস্থ করা হয়েছিল। এরমধ্যে ইসমত আরা জানতে পারে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। ফলে কলহ চরম আকার ধারণ করে। এরই সূত্র ধরে পরিকল্পিতভাবে বঁটি দিয়ে স্ত্রীকে হত্যা করেন স্বামী। পুলিশ সাংবাদিকদের বলেন, ইসমত আরা হত্যাকান্ডের পর সন্দেহভাজন হিসেবে তার স্বামী ও দেবর শফিয়ার রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম শফিক তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন।
×