ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় রেলের ভূমি দখলের মহোৎসব

প্রকাশিত: ০৬:০৫, ১৯ ডিসেম্বর ২০১৭

বগুড়ায় রেলের ভূমি দখলের মহোৎসব

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার রেলের ভূমির দখল আর থামছেই না। যে যেভাবে পারছে দখল করছে। মনে হয় রেলের ভূমি দখলের মহোৎসব চলছে। রেল চলাচল নির্বিঘ্ন করতে রেল লাইনের দুই ধারে ২০ ফুট করে যে ভূমিতে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজন ছাড়া মানুষ ও গবাদি পশু চলাচল নিষেধ সেই স্থানেও ভবন ও মার্কেট গড়ে তোলা হয়েছে। রেল চলছে ঝুঁকির মধ্যে। মাঝে মধ্যেই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। রেলের যে কয়টি পুকুর ও জলাশয় ছিল তাও দখল করে অবকাঠামো গড়ে তোলা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রেলের ভূমি বিভাগের কর্মকর্তাগণ মাঝে মধ্যে রেলের ভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালায়। কয়েকদিন পর ফের ওই ভূমি দখল করা হয়। দেখে মনে হবে এ যেন টিভি সিরিয়ালের মিকি মাউস খেলা। জানা যায়, জেলায় রেলের ভূমির পরিমাণ প্রায় ৬১ একর। এর মধ্যে রেলপথ ও রেলের নিজস্ব অবকাঠামো আছে প্রায় ৩১ একর। বাকি ৩০ একর ভূমির প্রায় ৯ একর ভূমি বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি), জেলা পরিষদ ও প্রেসক্লাবের কাছে দলিল মূলে হস্তান্তর করা হয়েছে। বাকি প্রায় ২১ একর ভূমি দখলে চলে গেছে। বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সামনে এক ব্যক্তি রেল ভূমির ওপর ফুলের চারা বিক্রির নামে টবে গাছ লাগিয়ে অনেকটা জায়গা দখল করে। দিনে দিনে সেখানে অবকাঠামা নির্মাণ করে দখল পাকাপোক্ত করে। গেল আগস্ট মাসে রেলের ভূমি বিভাগ সেই জায়গা ভেঙ্গে দখল মুক্ত করে। দুই সপ্তাহের মধ্যে সেই দখলমুক্ত ভূমি ফের একই ব্যক্তি দখল করে। নগরীর ভিতরের তিনটি রেলগেটের কাছে রেল লাইনের দুই ধারে ২০ ফুট জায়গার মধ্যে দ্বিতল কোথাও তিন তলা অবকাঠোমো গড়ে তুলে মার্কেট নির্মাণ করে তা ভাড়া দেয়া হয়েছে। প্রভাবশালী ব্যক্তি এই কাজ করেছে। তারা রেল স্টেশনের পশ্চিম দিকে রেলের বড় পুকুর দখল করে বহুতল মার্কেট গড়ে তুলে অবৈধভাবে পজিশন দিয়ে বহু কোটি টোকা হাতিয়ে নিয়েছে।
×