ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

প্রকাশিত: ০৬:০০, ১৯ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রধানমন্ত্রী কর্তৃক কৃতী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে প্রদত্ত জমির দলিল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল হক মিয়া ক্রিকেটার মিরাজের হাতে জমির দলিলটি হস্তান্তর করেন। জমির দলিল হাতে পেয়ে ক্রিকেটার মিরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কেডিএ মিলনায়তনে দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসান ও কেডিএর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। কেডিএ সূত্রে জানা গেছে, কৃতী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন ৪৪ নম্বরের প্লটে ৩.৬ কাঠা জমির দলিল দেয়া হয়েছে। এ প্লটের বাজারমূল্য ৫৭ লাখ টাকা। মিরাজের পরিবারের কাছ থেকে মাত্র এক হাজার এক টাকা প্রতীকী মূল্য নিয়ে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে গত বছরের ৩০ অক্টোবর বাড়ি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলিল হাতে পেয়ে মিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। বাড়ির জন্য জমি দেয়ায় আমি ও আমার পরিবারের সকলে খুবই আনন্দিত। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি’। মিরাজের বাবা জালাল হোসেন বলেন, ‘এ উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ ও ঋণী।
×