ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুইয়ে উঠল জুভেন্টাস

প্রকাশিত: ০৬:০০, ১৯ ডিসেম্বর ২০১৭

দুইয়ে উঠল জুভেন্টাস

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৬ বারের শিরোপাধারীদের এবার মৌসুমটা তেমন সুখকর হয়নি শুরুর দিকে। সিরি এ লীগে তখন থেকে শীর্ষস্থানেই আছে নেপোলি। তবে রবিবার রাতের জয়ে দুই নম্বরে উঠে এসেছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। তারা বোলোগনাকে হারিয়ে দিয়েছে ৩-০ গোলে। এর ফলে ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এখন এককভাবে দ্বিতীয় স্থানে জুভরা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরেই আছে নেপোলি। অপরদিকে, এসি মিলানের বিপর্যস্ত পরিস্থিতি অব্যাহত রয়েছে। তারা রবিবার রাতেও হেলাস ভেরোনার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মিলানের অবস্থান ৮ নম্বরে। জুভেন্টাসের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে ইন্টার মিলান আছে তিনে। তবে এ দুটি দলকেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে কেবল এএস রোমার। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। বসনিয়ার মিরালেম পিয়ানিক বোলোগনার জন্য সাক্ষাত আতঙ্ক হয়ে উঠেছিলেন। শুরু থেকেই তিনি ব্যতিব্যস্ত রেখেছিলেন প্রতিপক্ষদের। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা গত কয়েক ম্যাচেই ছিলেন ম্লান। ব্যক্তিগত কিছু ঝামেলার প্রভাব তার খেলায় প্রতিফলিত হচ্ছিল। এ কারণে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি তাকে ছাড়াই এদিন একাদশ সাজিয়েছিলেন। ২৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিক থেকে গোল করেন তিনি। আর ৯ মিনিট পরেই আরেকটি গোল করিয়েছেন মারিও মানদুকিচকে দিয়ে। পিয়ানিকের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি ৩৬ মিনিটের সময় (২-০)। ব্লেইস মাতুইদি ৬৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান (৩-০)। সিরি এ লীগ এ ফরাসী ফুটবলারের এটিই প্রথম গোল। জয়ের পর পিয়ানিক বলেন, ‘আমি খুব ভাল বোধ করছি, নিজের উন্নতি অনুভব করছি। দলের যে ৩ পয়েন্ট প্রয়োজন ছিল সেটা পাওয়ার পর আমি খুব আনন্দিত। আমাদের এখন রোমার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। তারা খুবই শক্তিশালী দল এবং স্কুডেটোর জন্য খুবই চ্যালেঞ্জিং একটা দল।’
×