ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাম্পের কুশপুতুল পোড়াল ছাত্র ইউনিয়ন

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৭

রাজধানীতে ট্রাম্পের কুশপুতুল পোড়াল ছাত্র ইউনিয়ন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ সময় তারা তীব্র প্রতিবাদ জানিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ শেষে কুশপুতুল দাহ করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তুহিন কান্তি দাস, ঢাকা মহানগর সভাপতি দীপক শীল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। এ সময় তারা ট্রাম্পের একতরফা সিদ্ধান্ত মানি না, সেভ প্যালেস্টাইন, মার্কিন সা¤্রাজ্যবাদ নিপাত যাক বলে সেøাগান দেয় এবং সোলিডারিটি উইথ প্যালেস্টইন লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে। এছাড়াও সমাবেশ শেষে তারা মশাল মিছিল করে। মিছিলটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
×