ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শতাব্দীর সেরা ডেলিভারি স্টার্কের?

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৭

শতাব্দীর সেরা ডেলিভারি স্টার্কের?

স্পোর্টস রিপোর্টার ॥ শতাব্দীর সেরা ডেলিভারি কোনটি? এখন এই বিতর্কেই মেতে আছে ক্রিকেট বিশ্ব। এতদিন শেন ওয়ার্নের ‘বল অব দ্য সেঞ্চুরি’ নিয়ে ছিল আলোচনা। যাকে বলা হচ্ছিল বিংশ শতাব্দীর সেরা ডেলিভারি। ১৯৯৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে এমনই এক বিস্ময়কর ডেলিভারি দিয়েছিলেন শেন ওয়ার্ন। এবার সেই ইংলিশদের একজনকে বিস্ময়কর এক ডেলিভারি দিয়ে বোকা বানিয়েছেন অসি পেসার মিচেল স্টার্ক। যাকে বলা হচ্ছে একবিংশ শতাব্দীর সেরা ডেলিভারি। চলতি এ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন প্রতিপক্ষের হাফসেঞ্চুরিয়ান জেমস ভিন্সকে তেমনই এক ডেলিভারিতে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন অসি পেসার স্টার্ক। রাউন্ড দ্য উইকেটে সেই বলটি করেছিলেন। বল মিডল স্টাম্পে পিচ করেছিল ঠিকই কিন্তু স্পিনারদের মতো ফণা তুলে সোজা ভেঙে দেয় অব স্টাম্প। এমনই বিস্ময়কর সেই ডেলিভারি ছিল যে ভিন্স বেশকিছু সময় ছিলেন ঘোরের মধ্যে। যেন বিশ্বাসই হচ্ছিল নাকি হয়ে গেল কয়েক সেকেন্ডে। স্টার্কের এই ডেলিভারি নিয়ে এমনই আলোচনা চলছে যে, সঙ্গে সঙ্গে টুইট করে বসেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, ‘কী দুর্দান্ত এক ডেলিভারি। স্টার্ক তুমি আমার দিনের কথাই মনে করিয়ে দিলে। বাঁহাতিদের তুমি গর্বিত করলে।’ গর্বিত করারই কথা, এই ডেলিভারিকে একবিংশ শতাব্দীর সেরা ডেলিভারি হিসেবেই দেখছেন বিংশ শতাব্দীর সেরা ডেলিভারির দাবিদার শেন ওয়ার্নও। প্রশ্ন ছুড়ে দিয়েছেন নিজের টুইটারে, ‘এটাই কি একবিংশ শতাব্দীর সেরা ডেলিভারি?’ জেমস ভিন্স ম্যাচের পর দিন জানান তখনকার অনুভূতির কথা। স্বীকার করে নেন, যতবার এমন বলের মুখোমুখি হবেন, ততবারই বোল্ড হবেন তিনি!
×