ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কম্পিউটার লিখল হ্যারি পটার!

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৭

কম্পিউটার লিখল হ্যারি পটার!

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং তার লেখা জনপ্রিয় সিরিজ হ্যারি পটারের ইতি টেনে দিয়েছেন ১০ বছর হয়েছে। কিন্তু এবার এই বইয়ের নতুন অধ্যায় এসেছে। না রাউলিং নন, এই বইয়ের লেখক হচ্ছে কম্পিউটার। অনুমান করতে সক্ষম এক কিবোর্ড ব্যবস্থা লিখেছে ‘হ্যারি পটার এ্যান্ড দ্য পোর্ট্রটে অব হোয়াট লুকড লাইক এ লার্জ পাইল অব এ্যাশ’ নামের নতুন এই গল্প। সে হ্যারিকে দেখল আর সঙ্গে সঙ্গে হার্মেওনির পরিবারকে খাওয়া শুরু করল -এই বাক্য দিয়ে দেয়ার পর সেখান থেকে শুরু করেই লেখা হয় মজার পুরো এই গল্পটি। ‘বটনিক’ নামের একটি গবেষক দল এই কিবোর্ড সিস্টেম বানিয়েছে। শুরুতে তারা এতে হ্যারি পটার সিরিজের সাতটি বই-ই এই কম্পিউটার প্রোগ্রামে দিয়ে দেয়। এ নিয়ে রাউলিং এখনও কোন মতামত দেননি বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গল্পের শুরুটা হয়েছিল ভালভাবেই। কিন্তু শীঘ্রই বিস্ময়কর অর্থহীন একটি গল্পে পরিণত হয় বলে ভাষ্য ব্রিটিশ সংবাদমাধ্যমের। এর মধ্যে একটি বাক্য ছিল- এখন এতটা সুদর্শন নয়, হার্মেওনিকে ঝাল সসে চুবানোর সময় এমনটাই ভাবছিল হ্যারি। বটনিক নিজেদের লেখক, শিল্পী আর নির্মাতাদের একটি সম্প্রদায় হিসেবে আখ্যা দেয়, যারা অনুবাদ ও মিশ্রণ তৈরিতে মেশিন টুলস বানায় ও ব্যবহার করে। দলটির সাইটে থাকা অনুমানের ক্ষমতাসম্পন্ন কিবোর্ডটি ব্যবহারকারীদের অ্যাডেল আর ড্রেইকের মতো বিখ্যাত লোকদের মতো করে লেখার সুযোগ দেয়। সুনির্দিষ্ট কিছু উপায়ে কম্পিটারকে প্রশিক্ষণ দিয়ে আসছে বটনিক গবেষক দলটি। -মেইল অনলাইন
×