ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদি আরব থেকে অন্য দেশে অর্থ পাঠাতে খরচ বাড়ছে না

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৭

সৌদি আরব থেকে অন্য দেশে অর্থ পাঠাতে খরচ বাড়ছে না

সৌদি আরব থেকে অন্য দেশে অর্থ পাঠাতে খরচ বাড়ার কথা থাকলেও আপাতত বাড়ছে না। আগামী বছরের শুরুতেই অর্থ পাঠানোর উপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) ধার্য করার ছিল দেশটির। আরব নিউজে বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে দেশটি হতে অন্য দেশে অর্থ পাঠাতে ৫ শতাংশ মূসক ধার্য হওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত হচ্ছে না। তবে অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে খুব তাড়াতাড়িই নিবন্ধিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, বাস্তবায়ন, প্রশাসন ও প্রয়োগ পরিচালনার জন্য এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য এ মূসক আদায় করা হবে বলে জানিয়েছিল জাকাত ও ট্যাক্স কর্তৃপক্ষ (জিএজেডটি)। তবে অর্থ প্রদানকারী ব্যক্তি থেকেই এ মূসক আদায় করা হবে বলে সুস্পষ্ট করেছিল জিএজেডটি। তবে কিছু লেনদেন ও সেবার ক্ষেত্রে এ অর্থ আদায়ের ছাড় দেয়ার কথা ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×