ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুর ও বগুড়ায় বিদ্যুত কেন্দ্র স্থাপন করবে কনফিডেন্স পাওয়ার

প্রকাশিত: ০৫:৫২, ১৯ ডিসেম্বর ২০১৭

রংপুর ও বগুড়ায় বিদ্যুত কেন্দ্র স্থাপন করবে কনফিডেন্স পাওয়ার

স্টাফ রিপোর্টার ॥ রংপুর ও বগুড়ায় এইচএফও পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট (পিপিএ) এবং বিদ্যুত বিভাগ, পিজিসিবির সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আই) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি জাতীয় পাওয়ার গ্রিডে ২২৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে এক হয়ে কাজ করতে এ চুক্তি স্বাক্ষর করেন তারা। পিপিএ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন বিপিডিবির সচিব মিনা মাসুদ উজ্জামান এবং কনফিডেন্স পাওয়ার গোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুত বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস, বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইমরান করিমসহ প্রতিষ্ঠান দুটির অন্য কর্মকর্তাগণ। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ইউরোপের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ‘ম্যান’ ও ‘রোলস-রয়েস’ এর অত্যাধুনিক নতুন ইঞ্জিন ব্যবহার করে পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ করা হবে। উল্লেখ্য, সবগুলো পাওয়ার প্লান্টের বাণিজ্যিক ব্যবহার ২০১৮ সালের মধ্যে শুরু হবে।
×