ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা সঙ্কটে ভূগছে খাগড়াছড়ির বিসিক শিল্প নগরী

প্রকাশিত: ০৫:৫১, ১৯ ডিসেম্বর ২০১৭

নানা সঙ্কটে ভূগছে খাগড়াছড়ির বিসিক শিল্প নগরী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পর্যাপ্ত বিদ্যুতের অভাবসহ নানা সঙ্কটে খাগড়াছড়ির বিসিক শিল্প নগরী। প্লট বরাদ্দের ৬ বছরেও কারখানা গড়ায় আগ্রহ নেই উদ্যোক্তাদের। ৩৯টি প্লটের মধ্যে কারখানা হয়েছে মাত্র চারটি। এর মধ্যে আবার দুটি বন্ধ হওয়ার পথে। তবে বিদ্যুত বিভাগ বলছে, সাব-স্টেশনের কাজ শেষ হলে অবস্থা থেকে মুক্তি মিলবে। খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখ জিরো মাইল এলাকায় ১০ একর জায়গায় বিসিক শিল্প নগরী চালু হয় ২০১১ সালে। উদ্দেশ্য পাহাড়ে শিল্পায়ন। এজন্য ১৯ উদ্যোক্তাকে বরাদ্দ দেয়া হয় ৩৯টি প্লট। তবে বরাদ্দের ৬ বছর পার হলেও কারখানা গড়ে উঠেছে মাত্র ৪টি। উদ্যোক্তারা বলছেন, বিদ্যুত সঙ্কট, ব্যাংক ঋণ সুবিধা না থাকা-সহ নানা সমস্যার মুখোমুখি তারা।
×