ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উৎপাদন ব্যয় বাড়ায় লোকসানে বঙ্গজ

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ ডিসেম্বর ২০১৭

উৎপাদন ব্যয় বাড়ায় লোকসানে বঙ্গজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের বছরের একই সময়ের তুলনায় বঙ্গজের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’১৭) বিক্রয় বেড়েছে ১৩ শতাংশ। তবে এই বিক্রয়ের বিপরীতে উৎপাদন ব্যয় কমেছে। তারপরেও কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক লোকসান দিয়ে শুরু হয়েছে। যার পেছন প্রধান কারণ হিসেবে রয়েছে বিক্রয়ের তুলনায় অতিরিক্ত বাজারজাতকরণ ব্যয়। কোম্পানিটির ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, কোম্পানিটির আগের বছরের প্রথম প্রান্তিকের ২ কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকার বিক্রয় এ বছর হয়েছে ৩ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা। এক্ষেত্রে বিক্রয় বেড়েছে ১৩ শতাংশ। তবে আগের বছরের উৎপাদন ব্যয় ৭৪ শতাংশ থেকে কমে হয়েছে ৭০ শতাংশ। তারপরেও কোম্পানিটি লোকসানে পড়েছে। কোম্পানিটির ১ম প্রান্তিকে উৎপাদন ব্যয় শেষে মোট মুনাফা হয়েছে ৯২ লাখ ৮৮ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। ৯২ লাখ ৮৮ হাজার টাকার মোট মুনাফার কোম্পানিতে আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেড়ে বাজারজাতকরণে ৬৬ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া বেতনাদিসহ প্রশাসনিক ব্যয় ৩ শতাংশ বেড়ে ২৮ লাখ ৭৪ হাজার টাকা ও সুদবাবদ ব্যয় ২৬ শতাংশ বেড়ে ৭ লাখ ৪৫ হাজার টাকা হয়েছে। এ হিসাবে মোট পরিচালন ব্যয় হয়েছে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকা। যাতে কোম্পানিটি পরিচালন মুনাফার পরিবর্তে ১০ লাখ ৯ হাজার টাকা লোকসানে পড়েছে। এর আগে ২০১২-১৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৭.২০ টাকা। আর ওই অর্থবছরের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই কোম্পানিটি নিম্নমুখী অবস্থায় রয়েছে। যা কমে ২০১৩-১৪ অর্থবছরে ৫.০৩ টাকা ও ২০১৪-১৫ অর্থবছরে ৩.৫৫ টাকা ইপিএস হয়। এরপরে ২০১৫-১৬ অর্থবছরে লোকসানে নেমে যায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয় ০.৩৮ টাকা। আর সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে লোকসান বেড়ে হয়েছে ০.৬২ টাকা। এদিকে মুনাফার মতো কোম্পানিটির লভ্যাংশেও পতন হয়েছে।
×