ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশায় দেশের সকল বিমানবন্দরে ফ্লাইট সিডিউল বিপর্যয়

প্রকাশিত: ০৭:৪১, ১৮ ডিসেম্বর ২০১৭

ঘন কুয়াশায় দেশের সকল বিমানবন্দরে ফ্লাইট সিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার ॥ ঘন কুয়াশায় দেশের সব বিমানবন্দরের ফ্লাইট সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশ-বিদেশের অধিকাংশ এয়ারলাইন্সেরই ফ্লাইট কমবেশি বিলম্বের শিকার হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ রিজেন্ট, নভোএয়ার, ইউএসবাংলাসহ কয়েকটি ফ্লাইটের সিডিউল পরিবর্তন করতে হয়েছে। সিডিউল বিলম্বের শিকার যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে পড়েন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশা যদি আজও অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিমানের পরিচালক আলী আহসান বাবু বলেছেন, শনিবার রাত থেকে ঘন কুয়াশার পূর্বাভাস ছিল। সকালে দেশের অধিকাংশ বিমানবন্দর থেকে সিডিউল অনুযায়ী ফ্লাইট ওঠানামা করতে পারেনি। এ কারণে বিমানের অধিকাংশ ফ্লাইটের সিডিউলে হেরফের ঘটছে। এর প্রভাব পড়বে কমপক্ষে দুই থেকে তিন দিন। আর যদি প্রতিরাতেই ঘন কুয়াশা পড়ে তাহলে সঙ্কট জটিলতর হবার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় যথাসময়ে ফ্লাইট ছাড়তে না পারায় যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন বিমানবন্দর থেকে ঢাকামুখী ফ্লাইট গড়ে ২ থেকে ৩ ঘণ্টা দেরি হয়েছে। অপরদিকে দুপুরের পর সব ফ্লাইট এক সঙ্গে শাহজালালে অবতরণ করায় যাত্রীদের লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইকবাল করিম জানিয়েছেন, শনিবার রাত ও রবিবার সকালে বিমানবন্দরে ভিজিবিলিটি ছিল জিরো। এ রকম অবস্থায় ফ্লাইট ওঠানামা করার কোন উপায় নেই। এ সম্পর্কে গ্রুপ ক্যাপ্টেন ইকবাল করিম বলেন, শীতকালীন আবহাওয়ার এ রকম বিপর্যয়ের দরুন ফ্লাইট সিডিউলে পরিবর্তন ঘটাই স্বাভাবিক। যখন ঘন কুয়াশা পড়ে তাতে দুনিয়াব্যাপী ফ্লাইট সিডিউলে বিপর্যয় ঘটে। সিভিল এভিয়েশন এ বিষয়ে সতর্ক রয়েছে।
×