ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে আনসার সমাবেশ ॥ লৌহজংয়ে গণিত উৎসব

প্রকাশিত: ০৬:১৫, ১৮ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে আনসার সমাবেশ ॥ লৌহজংয়ে গণিত উৎসব

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৭ ডিসেম্বর ॥ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রবিবার বিকেলে জেলা আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম এ্যান্ড কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। প্রধান অতিথি ছিলেন, এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট র‌্যাঞ্জের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী। অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ ২২ আনসার সদস্যের মাঝে ৪টি সেলাই মেশিন, ২টি বাইসাইকেল ও ১৬টি ছাতা বিতরণ করা হয়। লৌহজংয়ে গণিত উৎসব স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার হাটভোগদিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার গণিত উৎস হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। ‘স্বপ্ন বিকাশ’ আয়োজিত এই উৎসবে বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া। লৌহজং স্বপ্ন বিকাশের সভাপতি আবুল খায়ের মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বেজগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হেলালী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ
×