ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে ডেসকোর গুদামে চুরি ॥ ১০ আনসার আটক

প্রকাশিত: ০৬:১৪, ১৮ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে ডেসকোর গুদামে  চুরি ॥ ১০ আনসার আটক

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৭ ডিসেম্বর ॥ টঙ্গী সফিউদ্দিন স্কুল রোডের টিআইসির কলোনির ডেসকোর বৈদ্যুতিক মালামাল রাখার ভান্ডারে এক রহস্যজনক চুরির ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। এ ঘটনায় ভান্ডার পাহারায় নিয়োজিত ১০ আনসার সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ডেসকো কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার রাতে টঙ্গী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হলে চুরির ঘটনাটি জানাজানি হয়। রবিবার সকালে ডেসকো কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আনসার সদস্যদের আটক করে টঙ্গী থানায় সোর্পদ করে। থানায় দায়ের করা মামলার উদ্ধৃতি দিয়ে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জনান, ডেসকোর ওই ভান্ডারে গত শুক্রবার রাত ৮টার দিকে এক আনসার সদস্যের আত্মীয় পরিচয়ে প্রথমে একজন ও পরে আরও ৫-৬ জন ওই ভান্ডারে প্রবেশ করে। এ সময় বহিরাগতরা আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি ঘরে আটকে রাখে। পরে ওই বহিরাগতরা ভা-ার থেকে বৈদু্যুতিক তার, ট্রান্সফরমারসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চোরাইকৃত মালামালের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ডেসকোর টঙ্গী স্টোর ব্যবস্থাপক রাশেদুর হক শামছী বাদী হয়ে আনসার সদস্যসহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।
×