ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:১৩, ১৮ ডিসেম্বর ২০১৭

সৈয়দপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে জোড়া খুনের ঘটনার রেশ কাটতে কাটতে একই ওয়ার্ডে এবার খুন হলো উপজেলার কামারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সৈয়দপুর প্লাজার ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ওরফে শফিকের স্ত্রী ইসমত আরা তারা (৪৮)। তাকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইসমত আরার স্বামী ও দেবর উপজেলার খাতামধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিয়ার রহমানকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। তারা একই বাসায় বসবাস করত। হত্যার শিকার ইসমত আরা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের মা। রবিবার ভোরে উপজেলার কয়ানিজপাড়ায় তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। পৌর শহরের কয়ানিজপাড়া মহল্লায় তাদের নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ি থেকে ইসমত আরা তারার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিভিন্ন সূত্র জানায়, স্বামীর পরকীয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে ইসমত আরার সঙ্গে স্বামীর পারিবারিক কলহ লেগে থাকত। পরপর দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল ইসমত আরা তারা। তাকে দুই বারই মুমূর্ষু অবস্থায় সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে সুস্থ করা হয়েছিল। সদরপুরে মাদ্রাসাছাত্র নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ুয়া মোহাম্মদ আলী (১৪) নামের এক ছাত্র সহপাঠীর হাতে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘাতক ইস্রাফিলকে (১৫) মাদ্রাসা কর্তৃপক্ষ আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ইস্রাফিল ও মোহাম্মদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার সকাল ১১টার দিকে ঘাতক ইস্রাফিল মাদ্রাসার হলরুমে বাঁশের লাঠি দিয়ে মোহাম্মদ আলীর মাথায় অতর্কিতে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ আলীকে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। কক্সবাজারে কর্মচারীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, জাহিদ হোসেন নামে হোটেল সীগালের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার ভাড়াবাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত জাহিদ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের আশরাফ আলীর পুত্র। সাতক্ষীরায় নবজাতক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সদর হাসপাতাল এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর হাসাপাতালের পেছনের আমবাগান থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সকালে আমবাগানে একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
×