ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

প্রকাশিত: ০৬:১১, ১৮ ডিসেম্বর ২০১৭

সীতাকুন্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর ॥ উপজেলায় বিজয়ের দিনে মুক্তিযোদ্ধাদের জন্য স্থায়ী ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ দিদারুল আলম এমপি। শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ পৌরসদর আমিরাবাদ এলাকার এ ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যদি বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আমরা আজ লাল-সবুজের পতাকা পেতাম না, আজ আমরা স্বাধীন বাংলার অধিবাসী।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী মোঃ কারুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, সাবেক কমান্ডার মোঃ সানাউল্ল্যাহ, মানিক বড়ুয়া, আবুল মুনসুর ও ছাত্র নেতা মোফাখ্খারুল আলম চৌধুরী প্রমুখ। মুক্তিযোদ্ধাদের জন্য ভবন নির্মাণের মাটি ভরাট কাজে এমপি নিজ অর্থায়নে ১০ লাখ টাকা অনুদান প্রদান করেন বলে কমান্ডার আলিম উল্ল্যাহ জানান।
×