ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেতাগীতে প্রশ্ন ফাঁস ॥ দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৬:০৯, ১৮ ডিসেম্বর ২০১৭

বেতাগীতে প্রশ্ন ফাঁস ॥  দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা স্থগিত

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৭ ডিসেম্বর ॥ বেতাগীতে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ১৪০ প্রাথমিক বিদ্যালয়ের রবিবার গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। তিনি বলেন, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস রবিবারে অনুষ্ঠিতব্য দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় রবিবারের পরীক্ষা স্থগিত করা হলেও আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার নতুন প্রশ্নে এই পরীক্ষা নেয়া হবে। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন, বেতাগী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (এটিও) আবদুস সালাম ও বেগাতী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ কে এম শহীদুল্লাহ। এই কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
×