ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড ॥ ২৬ ঘর ছাই

প্রকাশিত: ০৬:০৮, ১৮ ডিসেম্বর ২০১৭

গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড ॥ ২৬ ঘর ছাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ির ২৬ কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রবিবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা দিঘিরপাড় বটতলা এলাকায় মাসুদ আলম সোহেলের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষগুলোতে থাকা মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা স্বল্পমূল্যে এসব কক্ষগুলোতে ভাড়া থাকত। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে ওই বাড়ির একটি টিনশেডের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু এদিকে কালিয়াকৈরে কসমেটিক্স তৈরির কারখানায় কেমিক্যালের সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিক ঘটনার পাঁচদিন পর রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে ওই ঘটনায় এক নারীসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহিম (৩০)। সে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গত মঙ্গলবার জামালপুর এলাকায় এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকা-ের ওই ঘটনায় রহিম ও তার স্ত্রী এবং কারখানার মানেজারসহ ১১ জন শ্রমিক ও কর্মকর্তা দগ্ধ ও আহত হয়। এদের মধ্যে দগ্ধ শেফালী (৩০) নামের অপর এক শ্রমিক গত বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
×