ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন মিউনিখের নাটকীয় জয়

প্রকাশিত: ০৫:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৭

বেয়ার্ন মিউনিখের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান শুধু বাড়ছেই, ক্রমেই আরও ওপরের দিকে যাচ্ছে বেয়ার্ন মিউনিখ। অবস্থান ভাল থাকলে এবং সময় ভাল হলে কপালটাও ভাল হয়। সেটাই যেন বার্লিনে শনিবার রাতে প্রমাণিত হলো। না হলে স্টুটগার্টের বিরুদ্ধে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করা সম্ভব হতো না বাভারিয়ানদের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্যভাবেই এগিয়ে যাচ্ছিল। বদলি খেলোয়াড় হিসেবে নেমে টমাস মুলার ৭৯ মিনিটে গোল করে বেয়ার্নকে জয়ের পথ দেখান। কিন্তু ৯৫ মিনিটে পেনাল্টি পেয়ে ড্রয়ের আশা জাগিয়েছিল স্টুটগার্ট। চ্যাডরাচ আকোলোর পেনাল্টি শট ঠেকিয়ে বেয়ার্ন গোলরক্ষক ভেন উলরাইখ দলের বিজয় এনে দেন। ১-০ গোলের এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা শ্যালকে জিরো ফোরের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে বেশ স্বস্তিতেই শীর্ষে আছে বেয়ার্ন। টানা ষষ্ঠ বুন্দেসলিগা শিরোপা জয়ের পথে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছে তারা। চলতি জার্মান বুন্দেসলিগার অর্ধেক শেষ হয়ে গেছে। প্রায় সবগুলো দলই ১৭ ম্যাচ করে খেলে ফেলেছে। আর এই অর্ধেকটা পথ পেরোতেই বেয়ার্নের আশেপাশে ভিড়তে পারেনি কোন দল। ১১ পয়েন্টের বিশাল ব্যবধান পেরিয়ে বাকি ১৭ ম্যাচে বাভারিয়ানদের শিরোপা স্বপ্ন ভেঙ্গে ফেলা এখন অতি কল্পনারই নামান্তর। পয়েন্টের এ বিস্তর ফারাকে মনে হতে পারে একেবারেই অপ্রতিরোধ্য বেয়ার্ন। কিন্তু ২ ম্যাচ তাদেরও হারতে হয়েছে, ২ ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সর্বশেষ তিন সপ্তাহ আগেই শহুরে প্রতিপক্ষ মনচেনগ্লাডবাখের কাছে বরুশিয়া পার্কে ২-১ গোলে হার দেখেছিল তারা। আর লীগের তৃতীয় ম্যাচেই হফেনহেইমের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল। এ দুটি অঘটন ছাড়া বাভারিয়ানরা টানা জয়ের মধ্যেই ছিল। শনিবার স্টুটগার্টের বিরুদ্ধে যেন তেমন একটি খারাপ সময়ের মধ্যেই পতিত হয়েছিল বেয়ার্ন। ৭৯ মিনিট পর্যন্ত কোন গোলের দেখাই পায়নি তারা।
×