ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিবিসি বর্ষসেরা ফেদেরার

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৭

বিবিসি বর্ষসেরা ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ ৩৬ বছর বয়সেও অফুরন্ত তেজিভাব। সেটার প্রমাণ দিয়েছেন টেনিস কোর্টেই। আরও দুটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন এ বছর। সে কারণেই বিবিসির জরিপে বর্ষসেরা বিদেশী ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রজার ফেদেরার। এ সুইস টেনিস তারকা এ নিয়ে রেকর্ড চতুর্থবারের মতো স্বীকৃতিটি পাচ্ছেন। হাঁটুর ইনজুরিতে ২০১৬ সালের শেষ ৬টা মাসই ছিলেন কোর্টের বাইরে। কোন ধরনের প্রতিযোগিতামূলক টেনিসে অংশ নেননি ফেদেরার। সে সময় অনেকেই ভেবেছিলেন এবার অবসর নিয়ে নেবেন তিনি। অনেকেই বলাবলি করছিলেন, বয়স হয়ে যাওয়ার কারণেই শারীরিক সক্ষমতা কমে গেছে এবং সেজন্য ইনজুরি থেকে ফিরতেও এখন অনেক সময় লাগছে। মোটকথা, সবার একটাই বিশ্লেষণ ছিল ফুরিয়ে গেছেন ফেদেরার। কিন্তু চলতি বছরের শুরুতেই তিনি আবার কোর্টে ফিরে আসেন এবং জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে চমকে দেন সবাইকে। শিরোপা জয় করেন চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে। এরপর উইম্বলডনে ক্যারিয়ারের অষ্টম শিরোপা জিতে রেকর্ড গড়েন।
×