ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দাপুটে জয়ে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ ডিসেম্বর ২০১৭

দাপুটে জয়ে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ ধর্মশালায় অদ্ভুতূড়ে প্রথম ওয়ানডেতে সাফল্যের পর আনন্দে চোখ চিক চিক করছিল থিসারা পেরেরার। প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিলেন নতুন শ্রীলঙ্কান অধিনায়ক। রোহিত শর্মার ম্যারাথন ডাবল সেঞ্চুরিতে ধাক্কা খায় সেই স্বপ্ন মোহালির দ্বিতীয় ম্যাচে স্রেফ উড়ে যায় অতিথিরা। বিশাখাপত্তমের শেষ লড়াইটা হয়ে ওঠে অঘোষিত ফাইনাল। সেখানেও পাত্তা পেল না লঙ্কানরা। ৮ উইকেটের বড় জয়ে ২-১এ সিরিজ পকেটে পুরলো রোহিতবাহিনী। প্রতিপক্ষকে ২১৫ রানে অলআউট করে দুই স্পিনার কুলদীপ যাদব (৩/৪২) আর যুবেন্দ্র চাহালই (২/৪৬) উৎসবের মঞ্চ তৈরি করে দেন। ব্যাট হাতে তুলির শেষ আঁচড় টানেন শিখর ধাওয়ান (১০০*) ও শ্রেয়াস ইয়ার (৬৫)। ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারতীয়রা। ৭ রান করে ধনঞ্জয়ার বলে বোল্ড হন বিরাট কোহলির বিশ্রামে এই সিরিজে নেতৃত্ব দেয়া রোহিত। তবে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন ধাওয়ান (১০০*)। ইয়ার আউট হন ৬৫ রান করে। দীনেশ কার্তিক অপরাজিত ২৬। এর আগে টসে হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার হয়ে উপুল থারাঙ্গা আর সাদিরা শ্রীবিক্রমাই যা একটু প্রতিরোধ গড়েন। স্বাগতিকদের সাঁড়াশি বোলিংয়ের মুখে বাকি ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। ৫ রানের জন্য ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি পাননি থারাঙ্গা। ৮২ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯৫ রান করে চায়নাম্যান স্পিনার কুলদীপের বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন অভিজ্ঞ এই ওপেনার। চলতি বছরে পূর্ণ করেছেন ১০০০ রান। ৫৭ বলে ৪২ রান করেন শ্রীবিক্রমা। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এ্যাঞ্জেলো ম্যাথুস এদিন ১৭ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া দুই অঙ্কা ছুঁতে পেরেছেন কেবল অসেলা গুনারত্নে (১৭) ও দানুশকা গুনাথিলাকা (১৩)। ৫৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। এটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। কুলদীপ ও চাহাল ৩টি করে এবং হারদিক পান্ডিয়া নেন ২ উইকেট। কটকে বুধবার অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। স্কোর কার্ড শ্রীলঙ্কা ২১৫/১০ (৪৪.৫ ওভার; গুনাথিলাকা ১৩, থারাঙ্গা ৯৫, শ্রীবিক্রমা ৪২, ম্যাথুস ১৭, দিকওয়েলা ৮, গুনারতেœ ১৭, থিসারা ৬, পাথিরানা ৭, ধনঞ্জয়া ১, লাকমল ১. ফারনান্ডো ০*; ভুবনেশ্বর ১/৩৫, বুমরাহ ১/৩৯, পা-িয়া ২/৪৯, কুলদীপ ৩/৪২, চাহাল ৩/৪৬)। ভারত ২১৯/২ (৩২.১ ওভার; রোহিত ৭, ধাওয়ান ১০০*, ইয়ার ৬৫, কার্তিক ২৬*; ধনঞ্জয়া ১/৫৩, থিসারা ১/২৫)। ফল ॥ ভারত ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ কুলদীপ যাদব (ভারত)। সিরিজ ॥ তিন ওয়ানডেতে ভারত ২-১এ জয়ী।
×