ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমার জাদুতে পিএসজির বড় জয়

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৭

নেইমার জাদুতে পিএসজির বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানে নেইমার জাদু চলছেই। ব্রাজিলিয়ান সুপারস্টারের ম্যাজিক পারফর্মেন্সে উড়ছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শনিবার রাতে ১৮তম রাউন্ডের ম্যাচে নেইমারের জোড়া গোলে পিএসজি ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক রেনেসকে। বিজয়ী দলের বাকি গোল দু’টি করেন এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে। এই গোল দু’টি আবার করিয়েছেন সেলেসাও তারকা। ম্যাচে দু’দলেরই একজন করে লালকার্ড দেখেন। লীগে ১৮তম ম্যাচে এটি পিএসজির ১৫ নম্বর জয়। এই জয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে উনাই এমেরির দল। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর পয়েন্ট ৩৮। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অতিথি পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। বাঁপ্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে এমবাপের করা ক্রসে টোকা মেরে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁদিক থেকে নেইমারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন ফরাসী তারকা। বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পান কাভানি। তবে ম্যাচের ৪৩ মিনিটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নেইমারের বাড়ানো বলে উরুগুয়ের স্ট্রাইকারের কোনাকুনি শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক কুবেক। বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পিএসজি। ম্যাচের ৪৯ মিনিটে নেইমারের বাঁকানো শট ঝাঁপিয়ে ফিরিয়ে ব্যবধান বাড়াতে দেননি কুবেক। তবে ৫৩ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। কর্নার থেকে মর্গান আমালফিটানোর হেড গোলরক্ষক ফেরালেও ফিরতি বল পেয়ে জালে পাঠান মুবেলে। এরপর ৬৩ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হন বেনজামিন আন্দ্রে। ১০ জনের রেনেসকে আরও চেপে ধরে পিএসজি। ম্যাচের ৭৫ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান কাভানি। এ মৌসুমে লীগের সর্বোচ্চ গোলদাতার এটি ১৮ নম্বর গোল। পরের মিনিটেই ব্যবধান আরও বাড়িয়ে দেন নেইমার। এমবাপের কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে নিজের দ্বিতীয় গোলটি করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। লীগে এ মৌসুমে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের গোল হলো ১১টি। ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় স্বাগতিকরা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ওয়াহবি খাজরি। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে পিএসজির কিমপেবে মাঠ ছাড়েন। ম্যাচে নেইমারের জাদুকরী পারফর্মেন্সে মুগ্ধ বনে গেছেন পিএসজির কোচ উনাই এমেরি। তার মতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন ফর্ম দলের জন্য তো বটেই, ফুটবলপ্রেমীদের জন্যও ভাল। ম্যাচ শেষে স্বাভাবিকভাভেই নেইমার ও আক্রমণ ভাগের অন্য খেলোয়াড়দের প্রশংসা করেন এমেরি। পিএসজি কোচ বলেন, নেইমার মাঠে এভাবে সমাধান দিলে অবশ্যই তা দলের জন্য এবং যারা ফুটবল ভালবাসে তাদের সবার জন্য ভাল। মাঠে সে তার মেধার পুরোটাই দেখিয়েছে। এমেরি বলেন, আমাদের তিন ফরোয়ার্ডের সবাই গোল করেছে, করিয়েছেও। ফলে এটা দারুণ এক ইতিবাচক ম্যাচ হয়েছে। আমরা একটা গোল খেয়েছি। আমাদের চেষ্টা করতে হবে এবং এটা ঠিক করতে হবে।
×