ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন মৌসুমে আশাবাদী কেভিতোভা

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ ডিসেম্বর ২০১৭

নতুন মৌসুমে আশাবাদী কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের শেষটায় হঠাৎ করে যেন দুঃস্বপ্ন এসে ঘিরে ধরে পেত্রা কেভিতোভাকে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। তারপর থেকেই কেভিতোভার ক্যারিয়ার নিয়ে দেখা দেয় সংশয়। কেউ কেউ ধরেই নেন তার ক্যারিয়ারটাই বুঝি শেষ। তবে অদম্য কেভিতোভা সেই লড়াইয়ে হার মানেননি। বরং সেই লড়াই জিতে টেনিস কোর্টে ফেরেন ২৭ বছরের এই তারকা খেলোয়াড়। চলতি মৌসুমে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড এমনকি পরবর্তীতে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বার্মিংহাম ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলে রীতিমতো গোটা টেনিস বিশ্বকেই চমকে দেন পেত্রা কেভিতোভা। চোট কাটিয়ে কোর্টে ফেরা কেভিতোভা এখনও ইতিবাচক। নতুন মৌসুম শুরুর আগেও নিজেকে মেলে ধরার ব্যাপারে দারুণ আশাবাদী দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। এর পেছনে চলতি বছর উইম্বলডন ও ইউএস ওপেনের পারফর্মেন্সকেই অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি। এ প্রসঙ্গে কেভিতোভা বলেন, ‘উইম্বলডনের ঘাসের কোর্টে খেলা এবং ইউএস ওপেনে ভাল পারফর্মেন্স উপহার দিতে পেরেই আমার আত্মবিশ্বাসটা বেড়েছে। সেই সঙ্গে মানসিকভাবেও অনেকটা উন্নতি হয় আমার।’ কেভিতোভার বয়স যখন মাত্র চার ঠিক তখন থেকেই টেনিস খেলতে শুরু করেন তিনি। অথচ ছুরিকাঘাতে আহত হওয়ার পর মানুষের মুখ থেকে শুনতে পান যে, তিনি আর কোর্টেই নাকি নামতে পারবে না। এমন গুঞ্জনে কেভিতোভার হৃদয়টাও তখন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে চেক তারকা বলেন, ‘তখন চারপাশ থেকেই গুঞ্জন শুনতে পাই যে, আমি নাকি আর কখনই টেনিস খেলতে পারব না। আমি তাদের এবার দেখিয়ে দিতে চাই। এমনটা শুনে আমি তখন হতবিহ্বল হয়ে পড়িÑ তারা এমনটা বলছে কেন? আমার কাছে এটা সত্যিই খুব দুঃখজনক ছিল। মনে হয়েছিল আমার ওপর তাদের কোন বিশ্বাসই নেই।’ ২০১১ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন পেত্রা কেভিতোভা। উইম্বলডন জয়ের সেই বছরেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন এই চেক তারকা। ২০১৪ সালে উইম্বলডনেই ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা নিজের শোকেসে তুলেছিলেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে মোট ২০টি শিরোপা জেতা পেত্রা কেভিতোভা এখন র‌্যাঙ্কিংয়ের ২৯ নাম্বারের খেলোয়াড়। তবে নতুন মৌসুমে দারুণ ইতিবাচক এই চেক তারকা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এটা ছিল উত্থান-পতনের বছর। সূচনাটা মোটেও ভাল ছিল না। তবে সেই সময়টা কাটিয়ে উঠেছি এটাই আমাকে খুব আনন্দ দেয়। এখন সবকিছুকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছি আমি।’ প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নতুন মৌসুমের মিশন শুরু করবেন পেত্রা কেভিতোভা। এই টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফেরার স্বপ্ন দেখছেন সেরেনা উইলিয়ামসও। টুর্নামেন্টের আয়োজকরাই নিশ্চিত করেছেন তা। এ বিষয়ে তারা জানান, সন্তান প্রসবের পর মেলবোর্নে অনুষ্ঠেয় বছরের প্রথম গ্র্যান্ডস্লাম দিয়েই কোর্টে ফেরার জন্য প্রস্তুত সেরেনা। টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেইগ টাইলি বলেন, ‘তিনি ভিসা পেয়েছেন, অনুশীলন করছেন এবং সম্ভবত তিনি ভালভাবেই কোর্টে ফিরছেন।
×