ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক অঞ্চলের বাইরেও চীন বিনিয়োগ করতে চায়

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৭

অর্থনৈতিক অঞ্চলের বাইরেও চীন বিনিয়োগ করতে চায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিজেদের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে অন্যগুলোতেও বিনিয়োগে আগ্রহী চীনসহ বেশ কয়েকটি দেশ। সম্প্রতি ইস্পাত কারখানা স্থাপনের জন্য বেজার সাথে ২শ’ কোটি ডলারের সমঝোতা স্মারক সই করেছে চীনা একটি প্রতিষ্ঠান। এছাড়াও ৪০০ একর জমি চাচ্ছে দক্ষিণ কোরীয় এক কোম্পানি। তবে, অর্থনৈতিক অঞ্চলগুলোতে পর্যাপ্ত পানি, গ্যাস ও বিদ্যুত সরবরাহের চ্যালেঞ্জ শেষ হয়নি এখনও। যা সমাধানে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান বেজা চেয়ারম্যান। দেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য বিদেশী উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা। এমনকি চীনসহ অন্যান্য যে কটি দেশ নিজেদের জন্য আলাদা অঞ্চল চেয়েছে তাদের জন্য তৈরিও হচ্ছে চাহিদামাফিক। তবে, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজার নির্বাহী চেয়ারম্যান জানালেন, শুধু নিজেদের জোনেই নয়, অন্যান্য অঞ্চলেও বিনিয়োগে আগ্রহী তারা। আরও জানান, ইস্পাত উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই ২শ’ কোটি ডলারের বেশি অর্থের সমঝোতা স্মারক সই করেছে চীন। এছাড়াও কয়েক শ’ একর জমি চায় দক্ষিণ কোরিয়ার কিছু প্রতিষ্ঠান। এদিকে, অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুত ও পানির সরবরাহ বড় চ্যালেঞ্জ। তবে বেজার এই শীর্ষ কর্মকর্তার দাবি, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার। এলএনজি আমদানি শুরু হলে থাকবে না গ্যাসের সমস্যাও। ইকোনমিক জোনগুলোতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি তৈরির কাজ এগিয়ে যাচ্ছে বলে জানান বেজার নির্বাহী চেয়ারম্যান।
×