ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে মিথুন নিটিংয়ের লোকসান কমেছে

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ ডিসেম্বর ২০১৭

প্রথম প্রান্তিকে মিথুন নিটিংয়ের লোকসান কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এ্যান্ড ডায়িং লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদন অনুসারে কোম্পানিটির আগের তুলনায় লোকসান কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৪ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। গত ৩০ জুন শেষে এনএভি ছিল ২১ টাকা ৯০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার বিওতে বোনাস পাঠিয়েছে ড্রাগন সোয়েটার পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে ১২ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। ড্রাগন সোয়েটারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৯৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×