ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান না আসায় জুট স্পিনার্সের এজিএম পন্ড

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৭

চেয়ারম্যান না আসায় জুট স্পিনার্সের এজিএম পন্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ জুট স্পিনার্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শামস্ উল হুদার অনুপস্থিতির কারণে পন্ড হয়ে গেছে। বিনিয়োগকারীদের বাধার কারণে এজিএম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বাভাবিক না থাকায় তা স্থগিত করা হয়েছে। সভার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেয়া হবে। বিনিয়োগকারীদের বয়কটের কারণে কোম্পানির আর্থিক হিসাবসহ কোন ধরনের আলোচ্য বিষয় (এজেন্ডা) শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়নি। জানা গেছে, রবিবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে জুট স্পিনার্সের ৩৮তম এজিএম অনুষ্ঠিত হওয়ার জন্য পূর্বনির্ধারিত ছিল। তবে চেয়ারম্যান উপস্থিত না হওয়ায় তা শেয়ারহোল্ডাররা তা বাতিল করেছে। এদিকে এজিএম বাতিল হওয়ায় কোম্পানির নির্ধারিত ৫টি প্রস্তাব পাশ হয়নি। প্রস্তাবগুলো হলো, ২০১৬-২০১৭ অর্থবছরে ব্যবসায় নো ডিভিডেন্ড, ২০১৬-২০১৭ অর্থবছরের আর্থিক বিবরণী পাশ, পরিচালক নিয়োগ ও নিরীক্ষকের সম্মানী নির্ধারণ। এজিএম বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস্ উজ জোহা বলেন, জুট স্পিনার্সের চেয়ারম্যান মোহাম্মদ শামস্ উল হুদা তার বাবার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এজিএমে উপস্থিত হতে পারেননি। কিন্তু সভায় বিনিয়োগকারীরা চেয়ারম্যানকে প্রত্যাশা করেছিল। তাই আপাতত বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। এই সভার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। কোম্পানির শেয়ারহোল্ডার আব্দুর মতিন সাহিদ বলেন, এজিএমে চেয়ারম্যান না থাকলেও এজিএম সম্পন্ন করা যেত। অতীতে চেয়ারম্যান ছাড়া বহু এজিএম করার রেকর্ড আছে। এতে অবশ্য আমাদের (শেয়ারহোল্ডার) সম্মতিক্রমে এমডি মোহাম্মদ শামস্ উজ জোহা বা শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে কাউকে সভার সভাপতির দায়িত্ব দিয়ে এজিএম সম্পন্ন করা যেত। তবে কোম্পানির এমডির অদক্ষতার কারণে তা করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। এজিএমে অসংখ্য শেয়ারহোল্ডারসহ কোম্পানির পরিচালক মোহাম্মদ শামস্ উল কবির, হারুনুর রশিদ, কোম্পানির সিএফও মোফাজ্জল হোসাইন ভূইয়া, কোম্পানির সচিব এ টি এম মোস্তফা উপস্থিত ছিলেন।
×