ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ও কলকাতায় বিজয় দিবস পালন

প্রকাশিত: ০৫:৩২, ১৮ ডিসেম্বর ২০১৭

ঢাকা ও কলকাতায় বিজয় দিবস পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা ও কলকাতায় পৃথক কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইস্টার্ন ইউনিভার্সিটি ও হামদর্দ ল্যাবরেটরি। এ উপলক্ষে শনিবার ভারতের কলকাতায় এবং বাংলাদেশে পৃথক সেমিনার-সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ওই দিন গরিব ও অসহায় রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ইউজিসি ॥ শনিবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আয়োজিত ৫ দিনের অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। তিনি বলেন, বিগত ৪৬ বছরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উত্থান পৌরাণিক ফিনিক্স পাখির মতো। তিনি বলেন, ১৯৭৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে হত্যাকা-ের শিকার না হলে বাংলাদেশ এই সময়ে উচ্চ আয়ের দেশে পরিণত হতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। অনুষ্ঠানে প্রফেসর আবদুল মান্নান ও মেজর (অব) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপি যুদ্ধকালীন অভিজ্ঞতা উপস্থিত দর্শকের মাঝে তুলে ধরেন। ইস্টার্ন ইউনিভার্সিটি ॥ ইইউ ধানম-ির বিশ্ববিদ্যালয় সেমিনার হলে আয়োজন করে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ্ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক কাশীনাথ রায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইইউ বন্ধুসভার আয়োজনে আবৃত্তি ও কৌতুক প্রতিযোগিতা। হামদর্দ ল্যাবরেটরিজ ॥ মহান বিজয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে গরিব, দুস্থ ও অসহায় রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চীফ মোতোওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। হামদর্দের মোতোওয়াল্লি ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেলসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।-বিজ্ঞপ্তি
×