ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাল নোট বন্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ টাস্ক ফোর্সের তিন দিনব্যাপী সভা শুরু

প্রকাশিত: ০৫:৩১, ১৮ ডিসেম্বর ২০১৭

জাল নোট বন্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ টাস্ক ফোর্সের তিন দিনব্যাপী সভা শুরু

স্টাফ রিপোর্টার ॥ জাল নোট বন্ধে বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ ও ভারত জাল নোট সংক্রান্ত যৌথ টাস্ক ফোর্সের তিন দিনব্যাপী ৪র্থ সভা রবিবার সকালে পুলিশ সদর দফতরে শুরু হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মোখলেসুর রহমান সভা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। ফলে জঙ্গী দমন, জাল নোট রোধসহ আন্তঃদেশীয় অপরাধ দমন সহজ হয়েছে। এ সহযোগিতা বিদ্যমান থাকলে উভয় দেশ উপকৃত হবে এবং ভবিষ্যতেও নানা ধরনের অপরাধ মোকাবেলা ও বিভিন্ন বিষয়ে আগাম পদক্ষেপ নেয়া সহজতর হবে। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রৌশন আরা বেগম। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এনআইএ’র আইজি শ্রী অনিল শুক্লা।
×