ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভিয়েনায় বাংলাদেশে দূতাবাসের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ০৫:৩০, ১৮ ডিসেম্বর ২০১৭

ভিয়েনায় বাংলাদেশে দূতাবাসের বিজয় দিবস উদযাপন

ভিয়েনা, অস্ট্রিয়া থেকে ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান বিজয়ের ৪৭তম দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হউফসাইলের বাংলাদেশ দূতালয়ে ১৬ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর ও সঞ্চালনা করেন কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্র্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন, রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, দূতাবাসের কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, দূতাবাসের প্রথম সচিব মিস মালিহা শাহজাহান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার অনারারি কাউন্সেলর ভলফগাং উননিনগার, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, শিল্পী আবুল কালাম, মুক্তিযোদ্ধা সামসুল হুদা চৌধুরী, ফিরুজ আহমেদ, রতন সাহা প্রমুখ।
×