ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ বিক্রির চেষ্টা

প্রকাশিত: ০৫:২৯, ১৮ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ বিক্রির চেষ্টা

উত্তর কোরিয়ার পক্ষে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ ও কয়লা কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে অস্ট্রেলিয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অস্ট্রেলীয় পুলিশ রবিবার এ কথা বলেছে। খবর ওয়েবসাইটের। গণ-বিধ্বংসী অস্ত্র বিক্রির ব্যাপারে অস্ট্রেলিয়ায় এটাই প্রথম অভিযোগ। পুলিশ বলেছে, লোকটির বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন রোধ আইনে দু’ধরনের অপরাধ অভিযোগ এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আইনের অধীন চারটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন ও অন্যান্য সংবাদ মাধ্যম বলেছে, লোকটির নাম চান হাল চোই এবং তিনি সিডনির বাসিন্দা। তার বয়স ৫৯ বছর। কোরীয় বংশোদ্ভূত চোই ৩০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বাস করছেন। পুলিশ বলেছে, তাকে শনিবার সিডনির শহরতলি ইস্টউডে গ্রেফতার করা হয় এবং তাকে রবিবার আদালতে উপস্থিত করা হচ্ছে। অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ (এএফপি) বলেছে, চোই এ বছরের প্রথম দিকে কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়েন। এএফপির সহকারী কমিশনার নেইল গৌগান রিপোর্টারদের বলেন, লোকটি উত্তর কোরিয়ার অনুগত এক এজেন্ট। তার বিশ্বাস, তিনি বেশ উচ্চ দেশপ্রেমিকের কাজ করছেন।
×