ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াত কর্মীর লাথিতে সাবেক ইউপি মেম্বার নিহত

প্রকাশিত: ০৫:১৭, ১৮ ডিসেম্বর ২০১৭

জামায়াত কর্মীর লাথিতে সাবেক ইউপি মেম্বার  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও নিজস্ব সংবাদদাতা, মহেশখালী ॥ জেলার মহেশখালী ছোট মহেশখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে মোহাম্মদ ইসমাইল নামে এক সাবেক ইউপি মেম্বারকে মারধর ও লাথি মেরে হত্যা করেছে জামায়াত কর্মী মোজাম্মেল। এই ঘটনায় ইউপি চেয়ারম্যানও আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০ টায় শালিস বৈঠকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, কি কারণে তাকে খুন করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী জানিয়েছেন, পুলিশ মোজাম্মেল নামের সেই জামায়াত কর্মীকে আটক করেছে, মূলত তার হাতেই সাবেক এই মেম্বার খুন হয়েছেন। জানা যায়, রবিবার সকালে পারিবারিক বিরোধের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলীর বাড়িতে একটি শালিস বৈঠক চলছিল। বৈঠকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা মারামরিতে রূপ নেয়। এ সময় অন্ডকোষে সজোরে লাথি মারে জামায়াত কর্মী মোজাম্মেল। আঘাত পেয়ে গুরুতর আহত হন সাবেক মেম্বার ইসমাইল হোসেন। পরে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×