ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসস সাংবাদিকদের চাকরির বয়স ॥ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ০৫:১৭, ১৮ ডিসেম্বর ২০১৭

বাসস সাংবাদিকদের  চাকরির বয়স ॥ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সাংবাদিকদের অবসর গ্রহণের বয়স সীমা ৬০ থেকে ৬৫তে উন্নীত করতে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সরকারের উপর নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সরকারের গড়িমসির বৈধতা চ্যালেঞ্জ করে আনীত জনস্বার্থ বিষয়ক দু’টি রিট আবেদনের ওপর একত্রে শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। রিট আবেদনকারীদ্বয়ের কৌঁসুলি বিষয়টি নিশ্চিত করে জানান, আট মাস আগে গত ১৩ এপ্রিল এ রায় ঘোষণা করা হয়েছিল। দুই বিচারপতির সই ও সীলমোহরযুক্ত ৩০-পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। রায়ে সরকারী জাতীয় বার্তা সংস্থা-বাসস’র চাকরি প্রবিধানমালা সংশোধন করে প্রধানমন্ত্রীর ওই প্রকাশ্য ঘোষণা অনুযায়ী সংস্থার সাংবাদিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ থেকে ৬২’র পরিবর্তে ৬৫তে উন্নীত করতে সরকারকে নির্দেশ দেয়া হয়। প্রকাশিত রায় প্রাপ্তির ৬০ দিনের মধ্যে এ আদেশ কার্যকর করতে হবে। হাইকোর্টের রায়ে আরও বলা হয়, আবেদনকারীদ্বয়কে বাসস’র তর্কিত সংশোধিত চাকরি প্রবিধানমালা অনুযায়ী ৬২ বছর বয়সে অবসরে পাঠানো হলেও তাদের চাকরিকাল ৬৫ বছর অবসর সীমা পর্যন্ত গণ্য করতে হবে। আবেদনকারীদ্বয়ের বকেয়া বেতন ও সুবিধাদি প্রকাশিত রায়ের অনুলিপি প্রাপ্তির দু’মাসের মধ্যে পরিশোধ করার জন্য বাসস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। হাইকোর্টের রায়ে প্রধানমন্ত্রীর ঘোষণা সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের এমন দৃষ্টিভঙ্গিকে সরকারী কর্মবিধির লঙ্ঘন এবং প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে মন্তব্য করা হয় এবং বাসস’র সাংবাদিকদের চাকরি প্রবিধানমালায় অবসর গ্রহণের বয়স সীমা ৬০ থেকে ৬২তে উন্নীতকরণের সংশোধিত ধারাটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং অকার্যকর বলে ঘোষণা করা হয়। রিট আবেদনকারী দু’জন হলেন বাসস’র দুই সংক্ষুব্ধ সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়া (অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক) ও আমিরুল মোমেনিন (অবসরপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক-বাংলা সার্ভিস), যাদের বয়স ইতোমধ্যে ৬৫ উত্তীর্ণ হয়ে গেছে।
×