ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে উন্মুক্ত স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হবে

প্রকাশিত: ০৫:১৪, ১৮ ডিসেম্বর ২০১৭

জাপানে উন্মুক্ত স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত  হবে

জাপান পার্লামেন্টের প্রবীণ সদস্য ইয়ামাদা জানিয়েছেন, জাপানের উম্মুক্ত স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাপানী জনগণের কাছে পৌঁছে দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি ইয়ামাদার সঙ্গে বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার সভাপতি শেখ এমদাদের এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব তথ্য জানান। সাক্ষাতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন এমপি ইয়ামাদা। ইয়ামাদা বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানকে ভাইয়ের মর্যাদা দিয়েছিলেন। তার হৃদয়ে জাপানের জন্য ভালবাসার প্রমাণ রয়েছে বাংলাদেশী পতাকায়। তিনি জাপানের পতাকার সঙ্গে সখ্য রেখে বাংলাদেশের জন্য একটি পতাকা উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা উম্মুক্ত স্থানে তার একটি প্রতিকৃতি স্থাপন করব। তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিও জাপানী জনগণের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। জাপান ও বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগতিা উন্নয়নে ঢাকায় একটি ‘পার্ল সেন্টার’ স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এসব কর্মকা-ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিচারপতি রাধাবিনোদ পাল, নেতাজী সুবাস চন্দ্র বসু এবং পরবর্তীতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সঙ্গে জাপানের ভাল সম্পর্ক ছিল। জাপানীরা তাদের সন্মান করেন। নেতাজী সুবাস চন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে সঙ্গে নিয়ে ভারত-বাংলার ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। জাপান ও বাংলার মধ্যে বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। রয়েছে অনেক চমৎকার স্মৃতি। আশাকরি জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে। জোরদার হবে পারস্পরিক সহযোগিতা। -বিজ্ঞপ্তি
×