ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরীসৃপের প্রাণের উৎস সন্ধান

প্রকাশিত: ০৫:১৪, ১৮ ডিসেম্বর ২০১৭

সরীসৃপের প্রাণের উৎস সন্ধান

সেই ডাইনোসর যুগে সামুদ্রিক সরীসৃপের জীবন কেমন ছিল, যা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো কিছু জানতে পারেননি, নতুন একটি জীবাশ্ম সেই অন্ধকার সময়ের ওপর আলো ফেলছে। জীবাশ্মটির ছোট্ট মাথা, দীর্ঘ ঘাড় ও সাঁতার কাটার জন্য চারটি ছোট পাখা রয়েছে। এটাকে স্কটল্যান্ডের পৌরানিক দানব লোচ নেসের সঙ্গে তুলনা করা হয়। গবেষকরা বলেন, বিশ কোটি বছর আগে এই প্রাণীটি সমুদ্রে বিচরণ করত। বিজ্ঞানীরা সেই যুগটির নাম দিয়েছের ট্রাইয়াাসিক। নতুন এই জীবাশ্মের হাড় থেকে ব্যাপক বিলুপ্তির মধ্যেও তখনকার প্রাণীরা কীভাবে বেঁচে ছিল তার সূত্র উদ্ঘাটন করা যাবে। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ মার্টিন স্যান্ডার বলেন, আমাদের এখন প্রমাণ করতে হবে, ট্রাইয়াসিক আমলে সামুদ্রিক সরীসৃপের একটা গ্রুপ কীভাবে বেঁচে ছিল। এখন সহকর্মী টানজা উইনট্রিচকে নিয়ে আমি জীবাশ্মটি পর্যবেক্ষণ করে দেখছি। ধারণা করা হয়, নতুন জীবাশ্মের এই প্রাণীটি দেড় শ’ বছর বেঁচেছিল। এটির নাম দেয়া হয়েছে প্লাসিয়াসা। উষ্ণ রক্তের এই প্রাণীটি ট্রাইয়াসিক আমলে বিশাল সাগরের বুকে ঘুরে বেড়াত। -বিবিসি অনলাইন
×